বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ফখরুল সাহেব কয়েক দিন আগে পদ্মা সেতু দিয়ে বরিশাল না গিয়ে প্লেনে করে গেলেন। পদ্মা সেতু ব্যবহার করতে লজ্জা পাবেন না। শেখ হাসিনার উন্নয়ন সবার জন্য।
শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, আপনি বা আপনার অনুসারীরা কী মেট্রোরেল, পদ্মা সেতুতে উঠবে না? তারা কী চারলেন হাইওয়ে অ্যাভয়েড করবে?
তিনি আরও বলেন, আপনি (মির্জা ফখরুল) শেখ হাসিনার উন্নয়ন ব্যবহার করতে বাধ্য। কারণ, আপনাদের নেতা লন্ডনে বসবাস করেন। আপনি যখন ষড়যন্ত্র করতে সেখানে যাবেন, তখন কী দিয়ে যাবেন? থার্ড টার্মিনালও তো শেখ হাসিনার উন্নয়ন। তাই সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন।
এ সময় যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে সংগঠনের চেয়ারম্যান বলেন, অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করুন। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আগামী ১৪ মাস নিরলসভাবে কাজ করতে হবে।