চট্টগ্রামের সাতকানিয়ায় ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আলমগীর হোসেন (৩৪) নামে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট অলকেয়ার হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
আহতরা হলেন— অটোরিকশার যাত্রী কামরুজ্জামান (২৫) ও চালক আব্দুর রহিম (২৮)।
পুলিশ জানায়, দুপুর তিনটার দিকে হাসপাতালের সামনে দোহাজারীগামী যাত্রীবাহী একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আলমগীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।