স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ যখন পাশে থাকে, তখন কোনো কিছুই আর অসাধ্য থাকে না।
শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছি, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছে, সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম। সব শ্রেণি -পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে, তখন কোনো কিছুই আর অসাধ্য থাকে না।
আসাদুজ্জামান খান কামাল বলেন, করোনা মহামারির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় যুবসমাজের কাজ ছিল না। সে সময় মোড়ে মোড়ে কিশোর গ্যাং তৈরি হয়েছিল। সেটার একটা কুপ্রভাব এখনও রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওই রকমই। এখানে আমরা শতভাগ সফল হয়েছি। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরও কীভাবে সুন্দর ও পরিচ্ছন্ন বানানো যায়, সেটার উদাহরণ এখন সর্বত্র।
তিনি বলেন, সমাজে এখনও কিছু চ্যালেঞ্জ রয়েছে, বাল্যবিবাহ ও ইভটিজিং অনেক কমে গিয়েছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারব না। এখন সেখানে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ডিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।