Saturday, 16 November 2024

লাশ ফেলে সরকারবিরোধী আন্দোলন জমাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লাশ ফেলে সরকারবিরোধী আন্দোলন জমাতে চায় বিএনপি। সরকার বিএনপির এ ফাঁদে পা দেবে না।

তিনি বলেন, বিএনপি উস্কানি দিয়ে লাশ ফেলতে চাইলে সরকার দায়ী থাকবে না। ২০১৩-১৪ সালের মতো সহিংসতা করলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন বাঁশ ও লাঠির মাথায় পতাকা বেঁধে আমাদের ভয় দেখাতে চায়। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। কিন্তু সরকার তাদের এ কর্মকাণ্ডে উস্কানি দেবে না।

অনুষ্ঠানে রাজনীতি ঠিক না হলে সবকিছু ঠিক করা যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সড়ক পরিবহন আইনটি এতদিনেও বাস্তবে আলোর মুখ দেখাতে পারিনি। এখন বিষয়টি দাঁড়িয়েছে, আইন রয়েছে বিধিমালা ফয়সালা হয় না। সেটা মানুষকে অন্ধকারে রাখা।

ভিআইপিদের নিয়ম মানার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজনীতি ঠিক না হলে সবকিছু ঠিক করতে পারব না। আমাদের ভিআইপিদের নিয়ম মানতে হবে। ভিআইপি রাস্তায় ভিড় দেখলেই পুলিশকে রিকোয়েস্ট করে ছেড়ে দিতে। ভিআইপিরা রং সাইড দিয়ে চলাচল করে যায়। আগের চেয়ে কমেছে কিন্তু বন্ধ হয় নাই।

নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনি রাজনীতি করেন মানুষের জন্য। মানুষের অসুবিধা করে আপনি রং সাইডে যাবেন—আপনি কী নেতা! কী রাজনীতি করেন!

তিনি বলেন, আইন করেছি ৩ চাকার গাড়ি মহাসড়কে চলবে না কিন্তু কে শোনে কার কথা। আমি এক পথে যাই, খবর পাই, তখন সব ক্লিন। আবার আমি যখন রাস্তা অতিক্রম করি, আবার সেই পুরোনো চিত্র।

ওবায়দুল কাদের বলেন, দুর্ঘটনার সংখ্যা আগের চেয়ে কমলেও দুর্ঘটনায় মৃত্যুর হার আগের চেয়ে বাড়ছে। এটা হলো বাস্তবতা অস্বীকার করে লাভ নেই। আজ এত স্থাপনা সারা বাংলাদেশে, এত আন্ডার পাস, ওভার পাস, মেট্রোরেল, পদ্মা সেতু, টানেল সবই হচ্ছে, তারপরও শৃঙ্খলা কেন নেই? শৃঙ্খলা না থাকলে সাফল্য ম্লান হয়ে যাবে। উন্নয়নের অবকাঠামো, এত সাফল্য সব ম্লান হয়ে যাবে যদি আমরা সড়কের শৃঙ্খলা রক্ষা করতে না পারি।

জনপ্রতিনিধিদের সমালোচনা করে কাদের বলেন, রাস্তায় ৩ চাকার গাড়ি বন্ধ করেছি। আমি যখন খবর নেই, বলে যে, অমুক জনপ্রতিনিধি গাড়ি চলতে দিয়েছেন। কেন চলবে? উনার কোনো স্বার্থ আছে। কেন চলবে? সামনে ভোট আছে। জীবন আগে না জীবিকা আগে? জীবন তো বাঁচাতে হবে। জীবন না বাঁচলে জীবিকা দিয়ে কী হবে! আমি বুকে হাত দিয়ে বলবো, ৫ বছর আগে ছিলাম প্রতিমন্ত্রী, এবার ১১ বছর হয়ে গেল। কোনো পারসেন্টেজ, কোনো কমিশন কখনো নেইনি। কিন্তু কারা আমার সঙ্গে কাজ করে…রাস্তা করি, এক পশলা বৃষ্টি হলে রাস্তা থাকে না। রাস্তা করে কী লাভ! টাকা কোথায় যায়? সরকারের টাকা জনগণের ট্যাক্সের টাকা, এই টাকা যায় কোথায়?

সর্বশেষ

জনগণের বাহিনী হিসেবে পুলিশকে গড়ে তুলতে হবে: আইজিপি

জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং অতীত থেকে শিক্ষা...

জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক...

বিএনপিকে যারা থামাতে গিয়েছে, তারাই ধ্বংস হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবু সাইদ আহমেদ বাবু...

কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: অর্থ উপদেষ্টা

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বলে জানিয়েছেন...

জুলাই শহীদদের নামে ২২০ উপজেলায় হবে স্টেডিয়াম : ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

আরও পড়ুন

জিয়া স্মৃতি জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সার্কিট হাউসে স্থাপিত জিয়া...

বিএনপিকে যারা থামাতে গিয়েছে, তারাই ধ্বংস হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, জেলে গিয়েছি, অনেক নেতাকর্মী হারিয়েছি, অনেক কিছুই হারিয়েছি জীবনে।...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবু সাইদ আহমেদ বাবু (২৭) নিহত হয়েছেন।শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়ির সৈয়দ সৈয়দা উচ্চ বিদ্যালয়ের...

কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: অর্থ উপদেষ্টা

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে...