আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যাচ্ছেন বাংলাদেশে ব্যাংকের গভর্নর

শেয়ার

ওয়াশিংটন ডিসিতে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক অর্থ তহবিল-আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পরিবর্তে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধিদল যোগ দিচ্ছেন।

সোমবার ১০ অক্টোবর   বিশ্বের ১৮৮টি দেশের অর্থমন্ত্রী ও গভর্নরদের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এ সম্মেলন চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।

করোনা পরবর্তী প্রেক্ষাপট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের এবারের সম্মেলনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদসহ সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য সম্মেলনটি খুবই গুরুত্বপূর্ণ হলেও এবার এতে যোগ দিচ্ছেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তার পরিবর্তে বাংলাদেশে ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্ব ৯ সদস্যের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে রবিবার ঢাকা ছাড়ছেন।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানা যায়, সম্মেলন সময়ে চলমান বৈঠকে আইএমএফের কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চাইবে বাংলাদেশ।এসময় আইএমএফের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করবে বাংলাদেশের প্রতিনিধি দল। প্রথম দিনে তারা আইএমএফের এশিয়া ও প্যাসিফিক ডিভিশনের প্রধান রাহুল আনান্দের সঙ্গে ও সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এন্থনি এম সায়ের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। ১৩ অক্টোবর আইএমএফের অন্যান্য কর্মকর্তার সঙ্গে সিরিজ বৈঠক করবে বাংলাদেশ। বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজারের সঙ্গেও বৈঠকে হওয়ার কথা রয়েছে বাংলাদেশ প্রতিনিধি দলের। বৈঠকে সংস্থাটির কাছেও ৫০ কোটি ডলার ঋণ সহায়তা চাওয়া হবে।তবে এই ঋণ পেতে সরকারকে বেশকিছু শর্ত পূরণ করতে হবে বলে ধারণা করছেন নীতি নির্ধারকরা।

অর্থ মন্ত্রণালয়ের অন্য একটি সূত্রমতে, বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে চলতি বছরের মধ্যেই ৩ বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, করোনা মহামারীতে বিগত দুই বছর ভার্চুয়ালি সভার হলেও এবার সরাসরি বৈঠক হতে যাচ্ছে বহুজাতিক এই দুই সংস্থা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist