চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার নেভি গেট হযরত আলী শাহ মসজিদের বিপরীত পাশে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।
ইপিজেড থানার এসআই সাঙ্কু নাগ বলেন, ‘একটা দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।’ গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।