চকরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ১২ টার পর থেকে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তফিকুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের চৌকস দল চকরিয়া থানার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে।
এসময় তার মধ্যে ৮০ লিটার চোলাই মদসহ আরো ৩ জনকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মামলার আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।তিনি আরো বলেন, আমরা সব সময় বিভিন্ন ধরনের মামলার আসামি গ্রেফতার করতে এ অভিযান চলমান থাকবে।