আগামী নির্বাচন অনেক প্রতিযোগিতামূলক হবে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলছেন, এজন্য দলকে আরও শক্তিশালী করতে হবে। অন্যের ওপর নির্ভার করলে আগামী নির্বাচনে কাঙ্খিত জয় পাওয়া যাবে না।
আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, আওয়ামী লীগ সবাইকে নিয়ে নির্বাচনে অংশ নিতে চায়। বিএনপির দুই শীর্ষ নেতা সাজা প্রাপ্ত। তারা নির্বাচন করতে পারবে না। সেজন্য দলটি নির্বাচনে অংশ নিতে চায় না।
এ সময় তিনি কমিশনের রোডম্যাপ অনুযায়ী যথা সময়ে নির্বাচন হবে জানিয়ে দলের নেতাদের জনগণের সঙ্গে সম্পর্কে উন্নয়নের পরামর্শ দেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে না। দলটির মহাসচিব মির্জা ফখরুল পাকিস্তানের আদর্শে বিশ্বাসী। দেশকে বিএনপি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে আবার অরাজকতা ও সহিংসতা করছে। তাই তাদের বিষয়ে সর্তক থাকতে হবে।
এ সময় ৩০ নভেম্বরের মধ্যে দলের সব পর্যায়ের কাউন্সিল শেষ করার তাগিদ দেন এই আওয়ামী লীগ নেতা।