পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, যেকোনো কাজে হঠাৎ করে বলি হতে দেব না, করতে দেব না, ভেঙে ফেলব এ সকল নেতিবাচক রাজনীতি স্বাধীন বাংলাদেশে চলে না।
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, নির্বাচন আসেন, আলোচনা হউক, আইন-সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানব না বলে খেলা হবে না, তা হতে পারে না।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে তিন দিনব্যাপী কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্ব মন্দা হলে আমরা ক্ষতিগ্রস্ত হব, অলরেডি আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছি। এ বিষয়ে সরকার সোচ্চার আছে। সকলে মিলে মোকাবিলা করতে হবে।
দাউদকান্দি উপজেলার হাটখোলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক সচিব আনোয়ার ফারুক।
বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক-বেনজির আলম, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।