সীতাকুণ্ডে বেলাল হোসেন নামের একজনকে হত্যার ঘটনায় তার ছেলে মোঃ হেলাল (১৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে ভাটিয়ারীর রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আলমারির গ্লাস ভাঙা দিয়ে পিতাকে হত্যার ঘটনায় জড়িত পুত্র হেলালকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবার হত্যা মামলা দায়ের করেছিলো। এ ঘটনায় গ্রেপ্তারকৃত হেলালকে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ৬ সেপ্টেম্বর সকালে আলমারির গ্লাস ভাঙা নিয়ে বেলাল হোসেন ও তার পুত্র হেলাল হোসেনের (২৮) মধ্যে কথা কাটাকাটি হয়।এসময় উভয়ের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হেলাল তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরবর্তীতে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বিএসবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।