স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা অনুযায়ী দেশের সকল বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাবের সাইনবোর্ডে কিউআর কোড এবং নিবন্ধন নম্বর প্রদর্শন করতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি।
তিনি আরো জানান, নিয়ম না মানলে কোন হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারকে ছাড় দেয়া হবে না। আমরা বিগত চারদিনে ১৮৪টি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। তারমধ্যে কিছু বন্ধ করা হয়েছে এবং কিছু প্রতিষ্ঠানকে সময় বেঁধে দেয়া হয়েছে। যদি এসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন না হয়, তাহলে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সিভিল সার্জন চাইলেই কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে। কিন্তু আমরা চাই না কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর হতে। যেহেতু এসব প্রতিষ্ঠানের সঙ্গে অনেকের রুটি রুজি জড়িত। তবে আবার যতবড় প্রতিষ্ঠানই হোক না কেন- অনিয়ম করলে কোন ছাড় দেয়া হবে না। নিয়ম মেনেই প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। তা না হলে প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। আমরা এ বিষয়ে আগামী ১৫ দিন সময় বেঁধে দিব। বেসরকারি হাসপাতাল ক্লিনিকের বিরুদ্ধে চলা অভিযান অব্যাহত থাকবে।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. ওয়াজেদ চৌধুরী অভি, কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, প্রধান সহকারী মো. শাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।