ফেনীর পরশুরাম উপজেলার সলিয়া এলাকায় পিকআপ ভ্যানের সাথে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় অটোরিকশাটির চালক তাজুল ইসলাম (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাটির আরো ৪ যাত্রী আহত হন।
বৃহস্পতিবার রাত ১০ঃ৩০ মিনিটে সলিয়া দিঘীর সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, পরশুরাম বাজার থেকে একটি বৌ-ভাতের অনুষ্ঠান শেষে অটোরিকশা করে একই ইউনিয়নের নরনীয়া গ্রামের ৪ জন বাসিন্দা বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে এর চালকসহ পাঁচজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি উদ্ধার করা হলেও পিকআপ ভ্যানটির চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাহেদ মাহমুদ সাদী বলেন, হাসপাতালে আনার আগে অটোরিকশা চালক তাজুলের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা এই হাসপাতালে ভর্তি রয়েছেন।
দুর্ঘটনায় নিহত তাজুল ইসলাম (২৭) পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের নরনীয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে।