বান্দরবানে সরকারি খাদ্য অধিদপ্তরের চাল অবৈধভাবে মজুদ করে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ এর নেতৃত্বে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের জাদিপাড়া এলাকার বাপ্পা স্টোরে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খাদ্য অধিদপ্তরের খোলা বাজারে বিক্রির ১৮ বস্তা চাল দোকান থেকে জব্দ করা হয়। অবৈধ ভাবে চাল মজুদের অপরাধে বাপ্পা স্টোরের মালিক মধু দাশকে আটক করে এক মাসের বিনাশ্রম জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আদুই রঞ্জন তংচঙ্গ্যা, সদর থানার তদন্ত (ওসি) মির্জা জহির উদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
চাউল অবৈধ ভাবে মজুদকারীদের বিরুদ্ধে প্রশাসন সজাগ রয়েছে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে,অবৈধভাবে মজুদদারদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।