চট্টগ্রামে নানা অনিয়মের অভিযোগে পাঁচলাইশে মিরর হসপিটালসহ উপজেলার মোট ১২টি অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (৩০ আগস্ট) অভিযান চালিয়ে এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ দেয় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নগরের ১টি হাসপাতাল ছাড়াও উপজেলার ১১টি হাসপাতাল-ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয় স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে বোয়ালখালী, রাঙ্গুনিয়া, বাঁশখালীতে ১টি, আনোয়ারায় ২টি, মীরসরাই ও লোহাগাড়ায় ৩টি করে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম পাওয়া যাচ্ছে সেগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। অবৈধ হাসপাতাল বন্ধের পাশাপাশি অন্যদেরও সতর্ক করে সময় বেঁধে দেওয়া হচ্ছে। এছাড়া যে সব হাসপাতালে অনিয়ম পাওয়া গেছে সেগুলোর তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। অধিদফতর যে সিদ্ধান্ত দিবেন তাই বাস্তবায়ন করা হবে।