চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরীর দিঘীর পাড়ের মাওলানা আব্দুল মান্নানের বাড়িতে জান্নাতুল মাওয়া রিফাত (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। রিফাত কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মহিউদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, রাতে নিজ বসতঘরে ঘুমাতে যায় রিফাত। সোমবার সকালে ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো শব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরীর দিঘীর পাড়ের মাওলানা আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যাই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।