নগরীর বন্দর, পতেঙ্গা ও ইপিজেড থানায় ওসি পদে রদবদল হয়েছে।
আজ সোমবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়ের এক আদেশে এ রদবদল করা হয়।
তিন থানায় নতুন পদায়ন হওয়া নতুন ওসিরা হলেন পতেঙ্গা থানায় আবু জাহেদ মো. নাজমুন নুর, বন্দর থানায় মাহফুজুর রহমান ও ইপিজেট থানায় আবদুল করিম।
ওসির পদ পাওয়া আবু জায়েদ মো.নাজমুন নুর বন্দর জোনে ডিবির পরিদর্শক,মোহাম্মদ মাহফুজুর রহমান ডিবির পশ্চিম জোনে পরিদর্শক ও আবদুল করিম সিটিএসবির পরিদর্শক পদে দায়িত্বে ছিলেন।