চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজার এলাকায় বগুড়ার একটি রাইস মিলের বস্তায় অন্য চাল প্যাকেটজাত করা এবং ওজনে কারচুপি করার দায়ে দুই রাইস এজেন্সিকে ৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২২ আগস্ট) সকালে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ্।
তিনি বলেন, ‘পাহাড়তলী বাজারে বগুড়ার একটি রাইস মিলের বস্তায় নিজেরা অন্য চাল প্যাকেটজাত করা এবং ওজনে কারচুপির দায়ে যমুনা রাইস এজেন্সিকে আড়াই লাখ টাকা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং বর্ধিত মূল্যে চাল বিক্রির দায়ে ন্যাশনাল রাইস এজেন্সিকে ৮০ হাজার টাকা। তাছাড়া বেনামী ও মোয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সতেজ ডিপার্টমেন্টাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান, সহকারী পরিচালক দিদার হোসেন ও সিএমপি পুলিশ।