নারীকে পিছিয়ে রেখে সমাজের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়: প্রতিমন্ত্রী ইন্দিরা

শেয়ার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি বলেছেন, নারীরা সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। দু’টো চাকার একটি বিকল হয়ে যেমন সাইকেল চলে না, তেমনিভাবে নারীকে পিছিয়ে রেখে সমাজের কাক্সিক্ষত উন্নয়ন সম্ভব নয়।

আমাদের মা-মেয়েদের শিক্ষায় ও যোগ্যতায় অনন্য হওয়া চাই। দেশের প্রকৃত অগ্রগতি চাইলে নারীর মর্যাদা ও ক্ষমতায়ন করতে হবে।

তিনি আজ (১৯ আগস্ট) শুক্রবার দুপুরে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি আয়োজিত নগরীর জেএম সেন হলে মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।

সমাজসেবিকা চিত্রা দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী প্রভা পালিত, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদা আক্তার জাহান, রেহেনা ফেরদৌস।

স্বাগত বক্তব্য রাখেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী। ঢাকা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রতেন্দু ভট্টাচার্য্যরে সঞ্চালনায় উপস্থিত ছিলেন জন্মাষ্টমী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেনসহ পরিষদের সকল নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ