কক্সবাজারের টেকনাফে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক করেছে ১৬ এপিবিএন পুলিশের সদস্যরা।
সোমবার দিবাগত রাত ৩টায় হ্নীলা ইউপির জাদিমুড়া শালবাগান ক্যাম্পে ওই অভিযান পরিচালনা করা হয়।
আটক সন্ত্রাসী মো. আইয়ুব (২০) উখিয়া ক্যাম্প ১৪-এর ব্লক-এ হাকিমপাড়ার বাসিন্দা জাফর আলমের ছেলে।
১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক তারিকুল ইসলাম জানান, সোমবার রাতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র ও গুলি নিয়ে সন্ত্রাসী গ্রুপ অবস্থান করছে সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে অস্ত্র পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।