ঢাকার কেরানীগঞ্জে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোঃ সাগর নামের এক যুবককে ছুরি মেরে হত্যার ঘটনায় মোঃ রাকিব(২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ২৪ জুলাই রাতে টঙ্গী এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ সুপার মুক্তা ধর।
সোমবার ২৫ জুলাই ঢাকায় সিআইডি সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষ সুপার মুক্তা ধর জানান, বিগত ১২ জুলাই রাতে কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় মোঃ সাগর নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হন।পরদিন সন্ধ্যায় মিডফোর্ড হাসপাতালে তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, রাকিব ও সাগর একই এলাকার বাসিন্দা। ৩ মাস আগে সাগর বিয়ে করেন। রাকিব তার বখাটে বন্ধুদের নিয়ে সাগরের বাসার গলির মুখে দিন-রাত আড্ডা দিত। সেখানে তারা সাগরের স্ত্রীকেও উত্ত্যক্ত করত। বিষয়টি জানার পর রাকিবকে তার বন্ধুদের নিয়ে গলির মুখে আড্ডা দিতে নিষেধ করেন সাগর। এরপরও রাকিব নিষেধ না মেনে আড্ডা চালিয়ে গেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পুলিশকে জানানোর ভয় দেখান সাগর। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাকিব ও তার বন্ধুরা পূর্ব বন্দডাকপাড়া মেজবাহ উদ্দিনের বাড়ীর ফাঁকা জায়গায় সাগরকে মারধর করে। এসময় প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় সাগরের বাবা খোকন খান বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন।