গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 27 July 2024

রাঙ্গুনিয়ায় সিএনজি চালক খুনের পাঁচবছর পর খুনি মামুন গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরায় নৃশংসভাবে খুনের শিকার সিএনজি অটোরিক্সা চালক মো. ইকবাল হোসেনের দুর্ধর্ষ খুনি মো. মামুন (২৮) কে খুনের ঘটনার পাঁচবছর পর আটক করেছে পুলিশ। খুনিরা ইকবালকে খুনের পর কয়েক টুকরো করে লাশ পাহাড়ের কয়েক স্থানে লুকিয়েছিল।

প্রায় ১৫দিন পর পুলিশ লাশ উদ্ধার করলে ঘটনার রহস্য বেরিয়ে আসে। খুনি মামুন পোমরা ইউনিয়নের ছাইনি পাড়া গ্রামের মেরা মিয়ার পুত্র। খুনের ঘটনার পর সে মধ্যপ্রাচ্যে পালিয়ে যান। সম্প্রতি দেশে এসে আত্মগোপনে থাকেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি খুনের ঘটনার পাঁচবছর পর খুনি মামুনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইকবাল (২৫) পোমরা ইউনিয়নের রোসাইপাড়া এলাকার নূর হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১জুন) বিকেলে পোমরা ছাইনি পাড়ার বাড়িতে আত্মগোপনে থাকা দুর্ধর্ষ এই খুনিকে গ্রেপ্তার করে রাঙ্গুনিয়া থানা পুলিশ।

থানা সুত্র জানায়, ২০১৬ সালের ১৭ জুলাই বিকেলে গ্রেপ্তার মামুন ও তার সহযোগী মো. সৈয়দ, নবীর হোসেন বুলেট, জাহেদুল ইসলাম ও আলমগীর ফরাজী একই এলাকার সিএনজি চালক ইকবাল হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে উত্তর পোমরা গ্রামের মইত্যাতলী দূর্গম পাহাড়ী এলাকায় নিয়ে যান।

সেখানে তারা ইকবালকে জবাই করে হত্যা করেন। এরপর হাত পা ও মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে পাহাড়ের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন। এবং লাশের শরীরে এসিড ঢেলে ক্ষতবিক্ষত করেন। ২ আগস্ট স্থানীয় কাঠুরিয়ারা জঙ্গলে হাত পা ও মাথা বিহীন লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। পরে লাশটি ইকবালের বলে শনাক্ত করে পরিবার।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কি জানান, ঘটনার পর পরিবারের পক্ষ থেকে ৫ জনের নাম উল্লেখ করে মামলা করা হলে পরবর্তীতে মামুন প্রবাসে পালিয়ে যান। অপরাপর আসামীরা গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। ইকবালকে তারা পোমরা ছাইনিপাড়া নিয়ে গিয়ে কৌশলে মদ পান করায়। পরবর্তীতে গহীন জঙ্গলে নিয়ে গিয়ে হত্যার কথঅ স্বীকার করে জবানবন্দি দেন আদালতে। মামুন ঘটনার পরপরই পালিয়ে বিদেশ চলে যান। সম্প্রতি দেশে আসলেও আত্মগোপনে থাকে। তাকে জেল হাজাতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

নিহতের বোন রিনা আকতার বলেন, খুনি মামুনসহ অপরাপর খুনীরা মামলা তুলে নিতে আমাদের নানাভাবে হুমকি দিয়েছে। ভাইকে আর ফিরে পাবনা জানি, কিন্তু আমার ভাইয়ের খুনীদের যথাযথ বিচার হলেই আমরা শান্তি পাব।

সর্বশেষ

প্রতিটি হামলার বিচার হবে, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি নয়: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান...

আমি কখনো চাইনি এভাবে মানুষ আপনজন হারাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কখনো  চাইনি এভাবে মানুষ...

স্বর্ণের হারের জন্য বৃদ্ধাকে হত্যা; জামা বদলে ঘটনাস্থলে এসে করেন কান্নার অভিনয়

মিরসরাইয়ে বোনের শাশুড়ির ১০ ভরি ওজনের স্বর্ণের চেইন চুরি...

আহতদের দেখতে ঢামেক হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল...

বিটিভি-মেট্রোরেলে নাশকতাকারীদের খুঁজে বের করতে সহযোগিতা করুন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে মেট্রোরেল, বিটিভিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের...

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, আমার...

আরও পড়ুন

দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে : সেনাপ্রধান

দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সড়কে যান চলাচল স্বাভাবিক। আমরা অল্প সময়ে সব নিয়ন্ত্রণ করতে পেরেছি।বুধবার...

হালদা নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়ার একদিন পর নিখোঁজ আজমিরের লাশ পাওয়া গেছে। বুধবার (২৪ জুলাই) হালদা...

চট্টগ্রামসহ ৪ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৪ জুলাই) সকাল ৯টায় দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর...

কারফিউর বিরতিতে খোলা থাকবে বিপণিবিতান

দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। এতে এ শিথিলের সময়ে রাজধানীর বিপণিবিতানগুলোতে বেচাকেনা চলবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান...