চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১দশমিক২৩ শতাংশ। আগের দিন ছিল ১৬ দশমিক ৮২ শতাংশ। এ দিন করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি ।
আজ শনিবার (৯ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ৭ টি ল্যাবে ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৩১ জনের মধ্যে ২৬ নগরের এবং বাকি ৫ জনের মধ্যে রাউজান ২ জন এবং সাতকানিয়া, মিরসরাই, বাঁশখালীতে ১ জন করে শনাক্ত হয়েছেন ।
শুক্রবার ( ৮ জুলাই) চট্টগ্রামে ৫৭ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ০২৮ জন এবং ৩৪ হাজার ৬৬৭ বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।