চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় বোনের সঙ্গে কথা কাটাকাটির জেরে বাথরুমের হারপিক খেয়ে কুলসুমা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দরের মাইলের মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান চট্টগ্রাম নিউজকে বিষয়টি নিশ্চিত করছেন।
নিহত কুলসুমা আক্তার (১৭) চট্টগ্রামের বাঁশখালীর আহাম্মদ উল্লাহ মেয়ে। সে মাইলের মাথা হাজী জানে আলম বিল্ডিংয়ে গৃহপরিচারিকা হিসেবে কাজ করতো।
পুলিশ কর্মকর্তা সাদেকুর রহমান বলেন, বন্দর থানার মাইলের মাথা হাজী জানে আলমের বাসার গৃহপরিচারিকা রাগ করে বাথরুমের হারপিক খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।