সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

বাকলিয়াতে শেখ হাসিনার কারামুক্তি দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

বাকলিয়াতে জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেক বলেছেন, পুরো বাকলিয়াকে জঙ্গি- জামায়াত শিবির ও সাম্প্রদায়িক মৌলবাদ গোষ্টী মুক্ত করতে হবে।

দীর্ঘদিন যাবদ বাকলিয়া জামায়াত শিবির চক্র ও সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর কেন্দ্রবিন্দ্র ও শক্ত ঘাঁটি। এ ঘাঁটিতে আঘাত করতে হলে প্রতিটি পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ছাত্রলীগের দূর্গে পরিনত করতে হবে।

কিছু কিছু শিবির ছাত্রলীগের ঢুকে পড়েছে,তাঁরা সুযোগের অপেক্ষায় আছে, তাদের চিহ্নিত করতে না পারলে কটিন মূল্যে দিতে হবে। খুব কটিন সময়ে আমরা শেখ হাসিনার মুক্তির আন্দোলন করেছি।

২০০৭ সালে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য সামরিক শাসক মঈনুদ্দীন-ফখরুদ্দীনের অবৈধ সরকার মিথ্যা মামলা জড়িয়ে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করে।

স্বাধীনতার মূল্যেবোধ ও গনতন্ত্রকে ধ্বংস করতে মাইনাস ফর্মুলার অংশ হিসেবে গনতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনাকে মাইনাস করার চেষ্টা করে কিন্তু অবৈধ এ সরকার বেশীদিন শেখ হাসিনাকে আটক রাখতে পারেনি দেশও বিদেশে গণবিক্ষোভ ও জনগনের দাবীর মুখে মুক্তি দিতে বাধ্য হয়।

গনতন্ত্র সুরক্ষা ও মুক্তি পায়। সেদিন গনতন্ত্রের মানস জননেত্রী শেখ হাসিনা জনগনের কাছে অঙ্গীকার করেছেন বাংলাদেশের জনগনের স্বাধীনতা -গনতন্ত্র সুরক্ষা, ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করার।দেশের স্বাধীনতা ও গনতন্ত্রের সুরক্ষা করে মানুষের ভাগ্যে উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্দান্ত নেতৃত্ব উন্নত ও উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে।

আজ শুক্রবার বিকালে সৈয়দশাহ কমিশনার কার্যলয়ের সামনে বাকলিয়া থানা ছাত্রলীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে থানা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানে সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

আলোচনা সভায় বিশেষ অথিতি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ- শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস উদ্দীন বলেন, জননেত্রী শেখ হাসিনাকে১৯ বার হত্যার চেষ্টাও বার বার গ্রেফতার করেও গণতন্ত্রের লড়াই থেকে বিচ্যুত করতে পারেনি।

গনতন্ত্র ও উন্নয়নের কান্ডারী হয়ে শেখ হাসিনা এখন বিশ্বনেত্রীতে পরিনত হয়েছেন। উক্ত আলোচনা সভায় বিশেষ অথিতি ছিলেন স্হানীয় মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, আরোও বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আমিনুল কাদের সবুজ, নগর ছাত্রলীগের সহ সম্পাদক কায়সার মাহমুদ রাজুসহ নেতৃবৃন্দ। এরপরে এক মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ন আহ্ববায়ক ইউসুফ হোসেন সম্রাট, মহানগর ছাত্রলীগ নেতা সৈয়দ মোহাম্মদ ওবায়েদ, সদস্য-শহিদুল ইসলাম বাবু, সাদমান সাকিব ইরাম, সাইফুজ্জামান আবীর, আকবর খান, সাকিবুল ইসলাম, ইমরানুল হক সাগর, হিরো বড়ুয়া, ইমরান হোসেন আকিব, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুহৃদ বডুয়া শুভ।

সর্বশেষ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের বিদায় ও বরণ অনুষ্ঠান

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ তোফায়েল ইসলামের বদলীজনিত...

চট্টগ্রামে আর ভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত...

চকরিয়ায় পুলিশের অভিযানে আটক- ৫ 

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে ৫ জনকে আসামীকে আটক...

কর্ণফুলীতে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে অপপ্রচারে হুমকি, থানায় জিডি

কর্ণফুলীতে মো. নুরুল আলী (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে...

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্য সেলিমসহ গ্রেপ্তার ২

কর্ণফুলীর জুলধা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ইউপি সদস্যসহ দুই...

ভারতীয় প্রোপাগান্ডার প্রতিবাদে হেফাজত ইসলামের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া ও রাজনীতিবিদদের অপপ্রচার ও অযাচিত...

আরও পড়ুন

আইনজীবী হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবি মেয়রের

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।সোমবার (২ ডিসেম্বর) সকালে নগরের ৩২...

সিএমপি’র ৩ এডিসি ও ২ এসি’র বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ উর্ধতন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন তিন জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং ২ সহকারী পুলিশ...

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে আইনজীবী সমিতির শোক র‌্যালি

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে শোক র‌্যালি করেছেন জেলা আইনজীবী সমিতি। আলিফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য...

ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন আরএনবি সদস্যের হাত

ট্রেনে কাটা পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য আবু জাফর মুন্নার (৩৫) বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।রোববার (১ ডিসেম্বর) সকাল ৭টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে...