মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

বাঙালি জাতির আরেকটি বিজয় উৎসব হবে ২৫ জুন: আমু

চট্টগ্রাম নিউজ ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় উৎসবের পর বাঙালি জাতির জীবনে আরেকটি বিজয় উৎসব হবে আগামী ২৫ জুন। একটি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আরেকটি বিজয় তার সুযোগ্য উত্তরসূরীর নেতৃত্বে।

বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দিয়ে, দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র ব্যর্থ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্যে দিয়ে শেখ হাসিনা আজ প্রমাণ করেছেন যে, বাঙালি জাতি যা ইচ্ছে করে তা করতে পারে।

আজ শনিবার বিকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ১৪ দলের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, যারা দেশের মধ্যে থেকে দেশের উন্নয়নের বিরোধিতা করে, পদ্মা সেতুর বিরোধিতা করে তারা হলো জাতীয় কুলাঙ্গার। এরাই হলো স্বাধীনতার পরাজিত শত্রু।

আমির হোসেন আমু বলেন, যখন পদ্মা সেতু উদ্ধোধন করার প্রস্তুতি চলছে তখনই বিএনপির নেতারা বক্তব্য দিয়েছে ৭৫’র হাতিয়ার গর্জে ওঠুক আরেক বার। তাদের এই বক্তব্যে প্রমাণিত হয় যে ৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত।

তিনি বলেন, শেখ হাসিনা মৃত্যুকে আলিঙ্গন করে জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের সেবা দেয়ার জন্য মহান সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রেখেছেন। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশের এতো উন্নয়ন অগ্রগতি সম্ভব হয়েছে। যাদের এই উন্নয়ন অগ্রগতি সহ্য হয় না তারাই দেশ বিরোধী ষড়যন্ত্রকারী। যতোই ষড়যন্ত্র করুক দেশ বিরোধীদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

আমির হোসেন বলেন, ৭১ সালে পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনী ও হায়নাদের পরাজিত করে যে জাতি স্বাধীনতা অর্জন করেছে সেই জাতির কাছে কোনো ষড়যন্ত্রকারীই সফল হবে না।

তিনি বলেন, করোনার মধ্যেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করে মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন শেখ হাসিনা।

কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন বলেন, কে কি বললো তা নিয়ে শেখ হাসিনা ভাবেন না। শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নয় তিনি বিশ্বনেতা। দেশে বিদেশে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু পারেনি। কারণ আওয়ামী লীগ কখনো বিদেশি শক্তির উপর ভরে করে চলে না,আওয়ামী লীগের শক্তি হলো বাংলাদেশের জনগণ। তাই আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবেন ইনশাল্লাহ।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের ঢাকা মহানগর সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম-এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড কামরুল ইসলাম এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা: শাহাদাত হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফিসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতুসহ সকল উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বক্তারা বলেন, কোনো ষড়যন্ত্র এর ধারাবাহিকতা বন্ধ করতে পারবে না। জোটবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

এ সভায় ১৪ দলের নেতারা বলেন পদ্মা সেতু নির্মাণে বাধা দেয়ার সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, আবারো আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বিএনপি ও জামায়াত। যে কোনো পরিস্থিতি সরকারের সাথে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে বলেও ঘোষণা দেন জোট নেতারা।

সমাবেশ শেষে অসীম সাহসীকতায় পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করে ১৪ দল।

সর্বশেষ

দুর্নীতির শীর্ষে পাসপোর্ট-বিআরটিএ-আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা : টিআইবি

বিগত সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা...

নিজেদের দেশের দিকে নজর দেন: ভারতকে উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, অপপ্রচার...

শিক্ষা উপকরণ বিতরণ ও বিজয় দিবসের প্রস্তুতি সেনাবাহিনীর

পার্বত্য অঞ্চলের শিক্ষা বিস্তারে সেনাবাহিনীর অনন্য উদ্যোগের অংশ হিসেবে...

‘কেমন পুলিশ চাই’ জরিপ : পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে ৮৯.৫% মানুষ

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফল প্রকাশ করেছে...

চট্টগ্রাম বিএনপি’র ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত

মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে ও বিএনপির...

শীত ঋতুতে ত্বক ও চুলের যত্নে ৭ টিপস

শীত ঋতুতে ত্বক ও চুল শুষ্ক, নিস্তেজ ও মলিন...

আরও পড়ুন

নিজেদের দেশের দিকে নজর দেন: ভারতকে উপদেষ্টা সাখাওয়াত

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেছেন, অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে হেনস্থা করে যাচ্ছেন। মনে রাখবেন বাংলাদেশ ১৮ কোটি জনগণের দেশ। আপনাদের আশপাশের ছোট...

‘কেমন পুলিশ চাই’ জরিপ : পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে ৮৯.৫% মানুষ

‘কেমন পুলিশ চাই’ শীর্ষক জনমত জরিপের ফল প্রকাশ করেছে পুলিশ সংস্কার কমিশন। এতে পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান অধিকাংশ মানুষ। জরিপে ৮৯.৫ শতাংশ...

চট্টগ্রাম বিএনপি’র ১৫ থানা ও ৪৩ ওয়ার্ডের কমিটি বিলুপ্ত

মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম ঢেলে সাজানোর লক্ষ্যে ও বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করার জন্য মেয়াদোত্তীর্ণ ১৫ টি থানা ও ৪৩ টি ওয়ার্ডের বিএনপির কমিটি...

ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা...