দেশে প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনের ৮ম দিন চলছে আজ বৃহস্পতিবার (৮ জুলাই)। এই সময়ের মধ্যে যানবাহন চলাচল ও মানুষদের ঘরের বাইরের বের হওয়ার উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। এরপরও দেখা যাচ্ছে-রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন শহরের সড়কগুলোতে খুব জরুরি প্রয়োজন ছাড়াই মানুষ যানবাহন নিয়ে বাইরে বের হয়ে আসছে, আবার কেউ কেউ অযথাই হাঁটতে কিংবা বেড়াতে বের হয়েছেন।
আজ সরেজমিনে দেখা যায়- সকাল থেকেই সড়কগুলোতে বাড়তে থাকে প্রাইভেটকার, মাইক্রো ও রিক্সার চলাচল। কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য যানজটও লক্ষ্য করা গেছে। দেশে চলমান কঠোর বিধিনিষেধের ৮ম দিনে রাস্তায় গাড়ি ও মানুষের চলাচল অন্যদিনের থেকে বেড়ে গেছে।
রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট, কাওরানবাজার, পান্থপথ, বাংলামোটর, শাহবাগ, গুলিস্তানসহ বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা যায় সকাল থেকেই বাড়তে থাকে প্রাইভেটকার, মাইক্রো ও রিক্সার চলাচল। কয়েকটি স্থানে কিছু সময়ের জন্য যানজটও দেখা যায়।
রিক্সা আরোহী সেলিনা বেগম বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার রোগী ভর্তি আছে, তাই মোহাম্মদপুর থেকে প্রায় তিনগুন রিক্সা ভাড়া দিয়ে সেখানে যেতে হচ্ছে তাকে।’
ছোট ছোট গলি গুলোতেও দেখা গেছে মানুষের আনাগোনা। কেউ কেউ দোকান অর্ধেক খুলে বিক্রি করছেন। এছাড়া হোটেলগুলোর সামনে ছিল মানুষের উপচেপড়া ভিড়। কারওয়ান বাজারের একটি হোটেলের কর্মচারী আসগর মিয়া বলেন, ‘লকডাউনের কারণে হোটেলে বসে খাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে, তবে ভালোই বেচাকেনা হচ্ছে, অন্য সময়ের চাইতে লকডাউনের মধ্যে সকালের নাস্তা অনেক পার্সেলে বিক্রি হচ্ছে আমাদের।’
কারওয়ান বাজার মোড়ে দায়িত্ব পালন করা সার্জেন্ট মো. আশিকুর রহমান বলেন, ‘সকাল থেকে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে ১০/১২ টি মামলা হয়েছে। যারা বিনা কারণে গাড়ি নিয়ে বের হয়েছেন তাদেরকে এবং যারা নিয়ম মানছেন না গাড়ি চালানোয় তাদেরকে মামলা দেওয়া হচ্ছে।’
লকডাউনের মধ্যে অন্য দিনের তুলনায় আজ সড়কে গাড়ির চাপ বেশি বলে জানায় পুলিশ। তবে, রাজধানীর ঢাকার শহরের উল্লেখযোগ্য মোড় মোড়ে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে কড়া তল্লাশী চালাচ্ছে আইন প্রয়োগকারী সংস্থার যৌথ টিম।