বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে চোলাই মদ ও মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ১১ জুন, শুক্রবার বিকাল ৩ টার দিকে বাঁশখালী থানার মেইন গেইট থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাঁশখালী থানাধীন পৌরসভার উত্তর জলদী বণিক পাড়ার মৃত দুলাল ধরের পুত্র সুজন ধর (৪১) ও একই থানাধীন পৌরসভার মৃত নিরদ ধরের পুত্র শিলিপ ধর।
বাঁশখালী থানার এসআই প্রদীপ মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানার সামনে আমরা অবস্থান করছিলাম। পরে একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ করে তাদের হাতে থাকা কলেজ ব্যাগ চেক করার পর ১০ টি মদের বোতল পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করে আদালতে সোপর্দ করা হবে।