চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন কলসি দীঘির পাড় এলাকার বসতঘর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (১৮ মে) সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নগরের ইপিজেডের কলসি দীঘির পাড়ে কয়েকটি দোকান ও বসতঘরে সকাল সোয়া ১১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাদের তিনটা ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হতে পারিনি।