বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় সরকারের মন্ত্রী পরিষদ কর্তৃক ঘোষিত ১৪দিন ব্যাপী কঠোর লকডাউনের সরকারী আদেশ বাস্তবায়নের লক্ষ্যে ৬ষ্ঠ দিনের মতো আজ ৬ জুলাই মঙ্গলবার সকালে থেকে মহানগরীর প্রবেশমুখ সিটি গেইট ও অলংকার মোড় চেক পোস্টে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়েছে।
নগরীর আরও ৩টি প্রবেশ ও বাহির পথসহ অভ্যন্তরীন আরো ১৬টি চেক পোস্ট দিয়ে সড়কে চলাচলকারী প্রাইভেট যানবাহন ও রিক্সা ভ্যানে তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে সিএমপি।
এরই অংশ হিসেবে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃতে আজ মঙ্গলবার নগরীর প্রবেশমুখ সিটি গেইট ও অলংকার চেক পোস্টে তল্লাশী অভিযানে নেতৃত্ব দেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
অভিযানকালে সড়কে চলাচলকারী কিছু কিছু প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটর সাইকেল ও রিক্সা যাত্রীকে অতি জরুরী প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হওয়ার পরামর্শ দিয়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের আরো দায়িত্বশীল আচরণের নির্দেশ প্রদান করেন তিনি।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেক পোস্টগুলোতে সার্বক্ষণিক তৎপরতা তৎপর রয়েছে। অভিযানে দু’জন আরোহী নিয়ে চলাচলকারী বেশ কিছু মোটরসাইকেল থামিয়ে একজন করে নামিয়ে দিয়ে জরুরী প্রয়োজনে ‘ওয়ান বাইক ওয়ার মোটর সাইকেল’ নিশ্চিত করা হয়।
এসময়ে পাঠাও মোটর সাইকেল চলাচল বা রাইড শেয়ারিং নিষিদ্ধকরণে পুলিশ তৎপর রয়েছে। একইসাথে করোনা মোকাবেলায় মাস্ক বিতরণসহ চালক-যাত্রী প্রত্যেককে স্বাস্থ্যবিধি প্রতিপালনের নির্দেশনা দেয়া হয়। তল্লাশী অভিযান পরিচালনাকালে ট্রাফিক-পশ্চিম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ বলেন, কঠোর লকডাউনে সব ধরণের যান্ত্রিক গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এ সময়ে যে সকল গার্মেন্টস, কারখানা ও শিল্প প্রতিষ্ঠান খোলা রয়েছে ঐসব প্রতিষ্ঠান নিজ দায়িত্বে গাড়ির ব্যবস্থা করে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীরা আনয়ন করবে।
করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিপালনে আমরা সর্বস্তরের জনগণকে সচেতন করতে চাই।