কক্সবাজারের চকরিয়ায় বাড়ির লোহার দরজা ভেঙ্গে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল ঘরের আলমারি ভেঙ্গে নগদ সাড়ে ১৪ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গতকাল রবিবার (৮মে) রাত ৯টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের মছন সিকদার পাড়ায় নূরুল আলম সওদাগরের বাড়ীতে দুর্র্ধষ ডাকাতি সংগঠিত হয়েছে।
নূরুল আলম সওদাগর জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্ত্রী জাহানারা বেগমকে নিয়ে বাড়ীর সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। বাড়ীতে তার কলেজ পড়ুয়া এক নাতি ছিল। ওইদিন রাত ৮টার দিকে আমার নাতি কাপড় আইরন করার জন্য হারবাং বাজারে যায়। এর ফাঁকে ডাকাত দল ঘরের লোহার দরজা ভেঙ্গে ঢুকে আলমারি ভেঙ্গে জাহানারা বেগমের পেনশনের টাকা, হজ্বের জন্য রাখা টাকাসহ মোট ১২ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, তার সরকারী চাকরিজীবী ছেলের নগদ আড়াই লাখ টাকা ও তার স্ত্রীর ৬ ভরি স্বর্ণালংকার, তার ব্যাংকার ছেলের স্ত্রীর ৬ ভরি স্বর্ণালংকারসহ মোট ৩০ লাখ টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে।
এলাকাবাসী জানায়, ডাকাতি সংগঠিত হওয়ার সময় ঘরের দরজা ও আলমারি ভাঙ্গার শব্দ শুনতে পেলেও বাড়ীর লোকজন কোন কাজ করছে মনে করে এগিয়ে যায়নি। রাত সাড়ে ১০ টার দিকে নূরুল আলম সওদাগরের নাতি বাজার থেকে ঘরে ফিরে দেখে সব লুট হয়ে গেছে। বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হলে হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন। এঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযানে রয়েছে।