অনলাইনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। নিরাপদ ও সহজেই ব্যবহারযোগ্য হওয়ায় এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছেন অনেকেই। তবে এ মাধ্যম ব্যবহারে বেশ কিছু নিয়ম মানতে হয় ব্যবহারকারীকে। আর এ নিয়ম না মানায় ১৮ লাখ ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট মানুষের মধ্যে দূরত্ব কমিয়েছে অনেকটা। দূর-দূরান্তের মানুষ এখন এক ক্লিকেই হাতের মুঠোয়। কিন্তু অনেকেই এই অ্যাপের অপব্যবহার করছে। আর এই অপব্যবহার রুখতে এবার কড়া পদক্ষেপ নিল হোয়াটসঅ্যাপ। অনৈতিক আচরণের অভিযোগে বন্ধ করে দেওয়া হল ১৮ লাখ অ্যাকাউন্ট।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেখানে ব্যবহকারীদের করা সব অভিযোগ ও সংস্থার পক্ষে নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অ্যাপের অপব্যবহার রুখতে হোয়াটসঅ্যাপের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে, গত মার্চে ১৮ লাখ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।
জানা গেছে, ক্ষতিকারক কার্যকলাপ মূলত কাউকে হেনস্তা করা, ভুল তথ্য ছড়ানো, এসব অভিযোগের কারণেই বন্ধ করা হয়েছে অ্যাকাউন্টগুলো। বহুদিন ধরেই অপব্যবহার রুখতে একাধিক পদক্ষেপ করেছে হোয়াটসঅ্যাপ। ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে অ্যাপে একাধিক বিশেষ ফিচারও আনা হয়েছে। তা সত্ত্বেও নানারকম অনৈতিক কাজ করছেন কিছু ব্যবহারকারী।
সেই কারণেই কড়া পদক্ষেপ সংস্থার। ফলে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে মাথায় রাখুন কয়েকটি বিষয়। সঠিকভাবে মেনে চলুন অ্যাপের পলিসি ও গাইডলাইন। ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন। সন্দেহজনক লিঙ্ক কাউকে পাঠাবেন না। সদ্য বন্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কয়েকটি আর্থিক দুর্নীতিতেও জড়িয়েছিল। ফলে এখনই সতর্ক হন আপনি। মেনে চলুন সব নিয়ম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া