কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী ও ১০ মামলার আসামি মিনহাজুল আবেদীন রকিকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল চারটার দিকে শহরের এসএম পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, শহরের ছিনতাইকারীদের শীর্ষে ছিল রকি বাহিনী। যার নেতৃত্ব দিতেন মিনহাজুল আবেদীন রকি। ১০ মামলার আসামী রকি সম্প্রতি ভূমিদস্যুতা, মাদক পাচারসহ নতুন করে অপরাধে জড়িয়ে পড়ে। আবারো সক্রিয় হয় রকি বাহিনীর সদস্যরা।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী জানান, গেল এক মাস ধরে রকির অপরাধ কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল র্যাব। তার সশস্ত্র অবস্থায় প্রকাশ্যে চলাফেরা করার তথ্যের ভিত্তিতে একটি আবাসিক ভবন থেকে তাকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রকি তার অপরাধ কর্মকাণ্ডে নতুন করে জড়িয়ে পড়ার নানা তথ্য দিয়েছ। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।