ঈদের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর পেয়ে খুশি রাঙামাটির কাপ্তাইয়ের ৮ পরিবার।
আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে এই ঘর উপহার দেয়া হয় তাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য কাপ্তাইয়ে ১ম পর্যায়ে ৬৮ টি এবং ২য় পর্যায়ে ৫ টি সহ মোট ৭৩ টি ঘর নির্মিত হয়েছে। এর মধ্যে বিগত ২৩ জানুয়ারি ও ২১ শে জুন ২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬৫ টি ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
৮ টি ঘরের উপকারভোগীগণ বিগত ৮ মাস ধরে বসবাস করছেন।আজ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে গৃহসনদ তুলে দেওয়া হয়েছে।
এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুরাতন – নতুন ঘরের উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।