চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও প্রসাধনী সামগ্রী জব্দ করেছে কাস্টমস।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৫২ ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করছেন বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান।
তিনি বলেন, বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শারজাহ থেকে আসে। ফ্লাইটের বেশ কয়েকজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ সিগারেটসহ কিছু অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। জব্দ করা এসব পণ্যের বিষয়ে শুল্ক আইন, ১৯৬৯ মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।