আনোয়ারায় বঙ্গোপসাগরে গুলিবিদ্ধ হয়ে রাসেল (২৪) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সাগর উপকূলী ইউনিয়ন রায়পুরের গহিরা সাত্তার মাঝির ঘাটে এই ঘটনা ঘটে। নিহত জেলে রাসেল গহিরা সুন্নাপাড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে।
নিহত রাসেলের মামা সোহেল জানাই, প্রতিদিনের মত আজ ও সকালে রাসেল ও আমার ভাই (মোঃ এনাম ) সাগরে জাল তুলতে যাই। সেখানে গিয়ে দেখে নৌ পুলিশের সদস্যরা তাদের জাল জব্দ করে নিয়ে যাচ্ছে । এমন সময় নৌ পুলিশের সাথে তাদের বাঁকবাতন্ডা হয় । এক পর্যায়ে পুলিশ সতর্ক করার জন্য ফাঁকা গুলি ছুড়ে । দ্বিতীয়বার ফাঁকা গুলি ছুঁড়লে একটা গুলি রাসেলের পেটে লাগে এতে তাঁর মৃত্যু হয় ।
তবে বিষয়টি নৌ পুলিশ স্বীকার করেনি।
এবিষয়ে নৌ পুলিশ বার আউলিয়া পুলিশ ফাঁড়ির অফিসিয়াল মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কাউকে পাওয়া যায়নি।
জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রশীদ জানান, সকাল এগারোটার দিকে গুলিবিদ্ধ এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই যুবকের মৃত্যু হয়। আমরা গুলিবিদ্ধ হওয়ার কারণে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে থানা পুলিশকে খবর দিই।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এটি নৌ পুলিশের বিষয় ওরা দেখবে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।