চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী হাসপাতালের এ্যাম্বুলেন্সটি গত ২৪ অক্টোবর রোগী নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় অকেজো হয়ে ৬ মাস ধরে তালাবদ্ধ গ্যারেজে পড়ে রয়েছে।
ফলে চরম ভোগান্তি পাহাতে হচ্ছে দোহাজারী পৌরসভাসহ পার্শ্ববর্তী এলাকার ৫০ হাজার জনসাধারনের । মুমুর্ষ রোগিদের অতিরিক্ত ভাড়া দিয়ে বেসরকারি এ্যাম্বুলেন্স নিয়ে গরিব-অসহায় রোগীদের যেতে হয় চট্টগ্রাম সহ বিভিন্ন হাসপাতালে ।
জানা যায়, বর্তমান সরকার আমলে চট্টগ্রাম ১৪ আংশিক সাতকানিয়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী’ এ্যাম্বুলেন্সটি (চট্টমেট্টো-ছ ৭১-০২৪৮) দোহাজারী হাসপাতালের জন্য বরাদ্দ দেয় ।
চালকের পদ না থাকায় ২০১৪ সালের ৫ জুলাই থেকে ২০১৬ সালের ১ ডিসেম্বর পর্যন্ত অন্য হাসপাতাল থেকে ডেপুটেশনে চালক এনে এ্যাম্বুলেন্সটি চালু রাখা হয়। ডেপুটেশনে আসা চালক তার নির্ধারিত কর্মস্থলে ফিরে যাওয়ায় দীর্ঘ তিন বছর ধরে হাসপাতালের পশ্চিম পাশ্বের্র তালাবদ্ধ ছিলো এ্যাম্বুলেন্সটি।
২০১৯ সালে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) উপজেলার ৭৫টি সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোহাজারী হাসপাতালের এ্যাম্বুলেন্স চালু করার পাশাপাশি হাসপাতালটিকে ৩১শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার দাবিতে মানববন্ধন করে।
তারই প্রেক্ষিতে স্থানীয় সাংসদের নির্দেশে এ্যাম্বুলেন্সটি প্রয়োজনীয় মেরামত শেষে ২০১৯ সালের ২২ অক্টোবর চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমম্পেক্স দোহাজারী হাসপাতালের তৎকালীন আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়্যবের হাতে চাবি হস্তআন্তর করেন ।
গত ২৪ অক্টোবর রোগি নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে মনসা বাদমতল সড়ক দুঘটনায় পতিত হলে সংশ্লিষ্ট কতৃপক্ষের অবহেলার কারনে অধ্যবদি মেরামত করা হয়নি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রুমাভট্টাচার্য বিষয়টি স্বীকার করেন। এবং ১০/২০ দিনের মধ্যে গাড়ীটি মেরামত করা হরে বলে জানান।