রাজধানীর শাহবাগের পরীবাগ এলাকায় ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মহিউদ্দিন (৩০)। ও আহত যুবকের নাম তানভীর (২৫)।
শনিবার (৩ জুলাই) রাত দুইটার দিকে পরীবাগ পেট্রোল পাম্পের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
নিহত মোটরসাইকেল আরোহী মহিউদ্দিন (৩০) কামরাঙ্গীরচরের আলীনগরের বড়গ্রামে জাজাল উদ্দিনের সন্তান। সে একটি দোকানে কাজ করতেন
এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী তানভীরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী জানান, রাত সোয়া দুইটার দিকে মোটরসাইকেলে দুইজন আরোহী পরীবাগ দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে দুইজনই রাস্তার ওপর ছিটকে পড়ে।
পরে পথচারীরা দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে একজন মারা যায়। অন্যজন আহত অবস্থায় এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। মহিউদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।