দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭৬২তম দিনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। ফলে ২১তম বারের মত করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টা পূর্ব পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৩ জন।
শনিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ চার হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিন করোনায় কোনো মৃত্যু না হওয়ায় মৃত্যু সংখ্যাটি ২১ হাজার ১২৩ অপরিবর্তিত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ২৩ জন। মোট শনাক্তের গড় ১৪ দশমিক ০৬।
এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৭ হাজার ৯৩৩। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৬ দশমিক ৭২।
উল্লেখ, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।