খাগড়াছড়ি বাস টার্মিনালে ১৪ বছরের এক কিশোরীকে গভীর রাতে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
আজ শনিবার (৩ জুলাই) ভোর ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ি উত্তর গঞ্জপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে মো. কামাল মিজি (২৯) ও সিলেট হবিগঞ্জ মাধবপুর থানা এলাকার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (২৫)।
গ্রেফতার কামাল খাগড়াছড়ি-চট্টগ্রাম লোকাল বাসের পরিবহনের শ্রমিক এবং রফিক বাস টার্মিনালে তার ভাইয়ের দোকানে কাজ করতো।
ধর্ষণের শিকার কিশোরী খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা। শুক্রবার (২ জুলাই) রাতে সে বাড়ি থেকে রাগ করে বের হয়ে বাস টার্মিনালে আসে। সেখানে ভোর রাত ৩টার দিকে সে ধর্ষণের শিকার হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, পড়ালেখা না করে বেশিরভাগ সময় টিভি দেখার কারণে মেয়ের মা তাকে বকাবকি করলে সে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর সে পায়ে হেঁটে টার্মিনাল এলাকায় আসলে অভিযুক্ত দুই যুবক তাকে ধর্ষণ করে।
সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল হাসান খান বলেন, ভোরে ধর্ষণের শিকার হওয়া কিশোরীর অভিযোগ পেয়ে আমাদের পুলিশ ফোর্স টার্মিনাল এলাকা থেকে অভিযুক্তদের আটক করে। আলামত হিসেবে গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে কিশোরীর বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে সে মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।