বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবাসহ আব্দুল মালেক (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকালে র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাবের দাবি, গ্রেফতারকৃত আব্দুল মালেক নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের আব্দুস সালামের ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপিস্থ ৫ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামালউদ্দিন উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে জানায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র্যাব।