রাঙ্গামাটির বিলাইছড়িতে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা( রাসেল) প্রমূখ।
এতে উত্তরণ মেলায় উপজেলা শিক্ষা বিভাগ, জাতীয় মহিলা সংস্থা থেকে শুরু করে রেডক্রিসেন্ট সোসাইটি সদস্য সহ প্রায় সকল দপ্তর অংশগ্রণ করেন।