গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Sunday, 8 September 2024

লকডাউনের প্রথমদিনে চট্টগ্রামে ৮৭ মামলা, ২৪ গাড়ি জব্দ

চট্টগ্রামে কঠোর লকডাউন অমান্য করায় ৮৭ টি মামলা ও ২৪ টি গাড়ি জব্দ করেছে প্রশাসন।এ সময় সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে না চলায় বিভিন্ন দোকান , রেস্টুরেন্ট এবং শপিং মলে অভিযান পরিচালনা করে ১৩ হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন জেলা প্রশাসন।

আজ ১ জুলাই, বৃহস্পতিবার লকডাউন বাস্তবায়নে চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দিনব্যাপি পরিচালিত অভিযানে এ এসব মামলা ও গাড়ি জব্দ করা হয়।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, চট্টগ্রামে নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৭টি মামলা দায়ের করেন। এসময় মামলার পাশাপাশি ১৩ হাজার ৭শ টাকা জরিমানাও আদায় করা হয়।

নগরীর চকবাজার ও বাকলিয়া এলাকায় অভিযান চালান ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। এ সময় ৭টি মামলায় ৭০০ টাকা জরিমানা আদায় করেন তিনি। একই সঙ্গে খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন মুহাম্মদ ইনামুল হাসান। তিনি একটি মামলায় ৫০০ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া মো. উমর ফারুক কোতোয়ালি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৬টি মামলায় ১ হাজার ৬০০ টাকা, মো. মাসুদ রানা হালিশহর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৪ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে, মো. জিল্লুর রহমান ৪টি মামলায় ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। পাশাপাশি পতেঙ্গা এলাকাতেও তিনি অভিযান পরিচালনা করেন। রেজওয়ানা আফরিন একটি মামলায় ১ হাজার টাকা, নুরজাহান আক্তার সাথী বন্দর ও ডবলমুরিং এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি মামলা দায়ের করে ১ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করেন। পাহাড়তলি ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন ফাহমিদা আফরোজ। তিনি ৭টি মামলায় ২ হাজার টাকা আদায় করেন। চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন প্লাবন কুমার বিশ্বাস।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, যারা বিনা কারণে ঘর থেকে বের হয়েছেন তাঁদের অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়াও নির্দেশনার বাইরে যারা দোকান খোলা রেখেছেন তাঁদেরও অর্থদণ্ড করার পাশাপাশি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ জানান, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান। এ সময় ২৪টি গাড়ি আটকসহ ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানের সময় ৩টি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, ৮টি সিএনজি, ১টি টমটম, ৫টি ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য ৫টি যানবাহন জব্দ করা হয়েছে।করোনা লকডাউন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ

শিক্ষার উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণে সকলকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষা খাতের উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত...

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট...

সাতকানিয়ায় গণতান্ত্রিক যুবদলের কর্মী সম্মেলনে কেঁওচিয়ার ৩ ওয়ার্ডে কমিটি গঠন 

সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড...

আরও পড়ুন

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য অর্জন ও সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে জনগণসহ সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট সকলের...

দেশে ফিরলেন আরব আমিরাতে আন্দোলন করা ১৪ জন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা বাংলা‌দেশির‌া অব‌শে‌ষে দে‌শে ফির‌লেন।বি‌ক্ষো‌ভের সময় ৫৭ বাংলা‌দে‌শি গ্রেপ্তার ক‌রে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেয় সেই দে‌শের...

রেমিটেন্স উত্তোলন করা যাবে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 

প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা সিটি ব্যাংক পিএলসি’র এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং ঋণ সমন্বয়ের পর, প্রেরিত রেমিটেন্সের বাকি টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক...

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণ; ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

সীতাকুন্ডের জাহাজ ভাঙ্গা কারখানায় বিস্ফোরণের ঘটনায় ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দীনকে...