চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ স্ক্যান করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪১৩৬ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ স্ক্যান করে বারগুলো জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নেয়ামুল হাসান।
তিনি বলেন, সৌদি আরবের জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটে আজ দুপুরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সন্দেহ হলে বিমানবন্দরে সাজ্জাদের লাগেজটি স্ক্যান করা হয়।
এসময় খেলনা গাড়ির ভেতরে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো রঙের স্কচটেপ দিয়ে সুকৌশলে প্যাঁচানো অবস্থায় ১০টি স্বর্ণেরবার পাওয়া যায়। পরে বারগুলো জব্দ করা হয়েছে।
জব্দ স্বর্ণের বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।