কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন চট্টগ্রামের ডা. মো. মোস্তাফিজুর রহমান (৬৫)।
আজ বুধবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডাঃ মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৮ তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। তিনি ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর সীতাকুণ্ড–মিরসরাইয়ে অসহায় মানুষের পাশে ছিলেন।
তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তাঁর স্ত্রী রাঙামাটির কাউখালী ডিগ্রি কলেজের শিক্ষক। স্বামীর সঙ্গে তিনিও করোনায় আক্রান্ত হন। তাঁদের বাড়ি নোয়াখালী হাতিয়া হলেও, মোস্তাফিজুর রহমান পরিবার নিয়ে চকবাজার কাপাসগোলা এলাকায় থাকতেন।