চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা থেকে ইয়াবা নিয়ে নগরীতে আসার অপেক্ষায় থাকা এক নারীকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) মঙ্গলবার ভোরে জান্নাতুল ফেরদৌস (জান্নাকারী) নামে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত জান্নাতুল রামু থানার উখিয়ার ঘোনা (টিলাপাড়া’র) মোহাম্মদ হোসেনের স্ত্রী।
চন্দনাইশ থানা পুলিশ সুত্রে জানা যায়, চন্দনাইশ পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এই সময় তার হেফাজতে থাকা ৪ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃত মহিলাকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।