কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলার কৃষক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ৭ই মার্চ কক্সবাজার জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত দাপ্তরিক পত্রে তিনটি কমিটির অনুমোদন দিলেও প্রকাশিত হয় ১৪ ই মার্চ সোমবার রাতে।
চকরিয়া উপজেলা কৃষকলীগের কমিটিতে সভাপতি পদে আমির হোসেন আমু ও সাধারণ সম্পাদক পদে ফরিদুল ইসলাম রাসেল নির্বাচিত হয়।
চকরিয়া পৌরসভা কৃষকলীগের কমিটির সভাপতি পদে সুলাল কান্তি সুশীল ও সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল ফারুক লোটাস ।
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা কৃষক লীগের কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ হাসান আলী ও সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান সোহেল নির্বাচিত হয়।
উক্ত কমিটি গুলোকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবরে জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন কক্সবাজার জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।