চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়নের আবুরহাট বাজারে অবস্থিত নিজামুদ্দিনের লেপ-তোষকের গোড়াউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার আবুরহাট বাজারে আমান উল্লাহ মার্কেটে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে নিজামুদ্দিনের লেপ-তোষকের গোড়াউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে গোড়াউনের ভিতরে থাকা মিশিন থেকে আগুন সূত্রপাত ঘটে। এতে দোকান মালিক নিজামুদ্দিন (৩৫) কোমরের নিচের অংশ পুড়ে যায়। বর্তমানে সে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন।