চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ না করলেও এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২০৬ জন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিন চট্টগ্রামের ১২ টি ল্যাবে মোট ২ হাজার ৫২২টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে শনাক্তের হার ৮ দশমিক ১৬ শতাংশ।
নতুন আক্রান্ত ১৬৯ জন মহানগর এলাকার ও ৩৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ২০৭ জন।
এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৩৮ জন এবং উপজেলায় ৩৪ হাজার ১৬৯ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬০ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যায়।
চট্টগ্রাম নিউজ /এম এম