স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক নোটিশ দেওয়ার সময় স্ত্রী সম্পর্কে অবমাননাকর কথাবার্তা লেখা কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এক নারীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোববার (২৭ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।
একই সঙ্গে তালাক নোটিশ নির্ধারিত ফরমে কেন তৈরি করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট তিনজনকে জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী আব্দুল্লাহ আল নোমান জানান, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষেত্রে সরকার কর্তৃক নির্ধারিত কোনো ফর্ম নেই। কাজি কর্তৃক একটি ফর্ম তৈরি করে তালাক দেওয়া হচ্ছে। যেই ফর্মে নারী সম্পর্কে অবমাননাকর কথাবার্তাও লেখা হচ্ছে, যা আপত্তিকর। সে কারণেই তিনি এ রিটটি দায়ের করেন।