সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি প্রতিনিধি: বিলাইছড়িতে সেনাবাহিনীর ৬ বীর কর্তৃক উপজেলার স্থানীয় সাংবাদিকদের উপকরণ প্রদান করা হয়। জোন সদরে এ উপকরণ প্রদান করেন, জোন কমাণ্ডার লে. কর্ণেল.ইশরাত হোসেন পি. এস.পি।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন. বদরুল হুদা আকরাম ও অন্যান্য সিনিয়র অফিসারগণ।
উপকরণের মধ্যে ছিলো ১ টি ব্যাগ, ১ টি ছাতা, ১ টি ডায়েরী কলমসহ ও ১ টি আই সি ওয়াটার বোতল।
এসয় জোন কমাণ্ডার বলেন, কোভিড-১৯ নিয়ন্ত্রণ সহ উপজেলা শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকতে এবং সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান।